নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
মণিরামপুরের সদর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সদর ইউনিয়নের বাকোশপোল ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে সোমবার সন্ধ্যায় স্থানীয় সিদ্দিক মোড় বাজারে আলোচনাসভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতিয়ার রহমান, সহসভাপতি ইয়াকুব আলী গাজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন।
যুবনেতা নয়ন বিশ্বাশ ও ছাত্রলীগনেতা রাকিব হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আবুল হোসেন, মাষ্টার ইব্রাহিম, ফারুক হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি নিশাত কবির, ছাত্রলীগের সভাপতি মাহবুর রহমান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলার রাখাল রাজা। সাধারণ মানুষের মনের কষ্ট ও দুঃখ লাঘবে বঙ্গবন্ধু ছিলেন অতন্ত্র প্রহরী। বঙ্গবন্ধু না হলে এ দেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু, তার পরিবার ও সকল শহীদের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়।