সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা মুহাম্মদ বদিউল আলম বলেছেন, সনাতন ধর্মানুসারে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শান্তিদাতা শ্রীকৃষ্ণের আবির্ভাব। ধর্মানুসারে, ঈশ্বরতত্ত্বের মহান প্রতীক হলেন শ্রীকৃষ্ণ। বেদে তিনি ঋষিকৃষ্ণ, দেবতাকৃষ্ণ। মহাভারতে রাজর্ষিকৃষ্ণ, শাসক ও প্রজাপালক কৃষ্ণ, অত্যাচারী দমনে যোদ্ধাকৃষ্ণ। ইতিহাসে যাদবকৃষ্ণ, দর্শনশাস্ত্রে সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্ গীতায় অবতারকৃষ্ণ, দার্শনিক কৃষ্ণ, পুরুষোত্তম কৃষ্ণ, ঈশ্বরায়িত কৃষ্ণ। ঐতিহাসিকদের বিবেচনায় খ্রিস্টপূর্ব ৯০০-১০০০ সালে সনাতম ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের অবির্ভাব ঘটে। তার জন্মের সময় এই বিশ্বব্রহ্মা- পাপ ও অরাজকতায় পরিপূর্ণ ছিল। তাই মানব জাতিকে রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। নানা ভূমিকায় অবতীর্ণ হয়ে শ্রীকৃষ্ণ মানব জাতির কাছে জীবন ধারণের অনন্য উদাহরণ রেখে গেছেন। শ্রীকৃষ্ণের বাণী সমগ্র বিশ্বকে আলোড়িত করছে হাজার হাজার বছর ধরে। শ্রীকৃষ্ণের শিক্ষা হলো- সংঘর্ষ ও অন্যায়কে পরাভূত করে শান্তি প্রতিষ্ঠা করা। এই পবিত্র দিনে সকল অকল্যাণ ও অশুভ শক্তির বিরুদ্ধে অন্তর আত্মাকে জাগ্রত করার শপথ নিতে হবে।আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম বলেছেন, সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় ভগবান শ্রীকৃষ্ণের আর্ভিভাব।দূষ্টের দমন,সুষ্টের পালনই জন্মাষ্টমীর মূল বাণী। তিনি আজ পটিয়া উপজেলার ভাটিখাইনে জন্মাষ্টমী পূজায় উপহার সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।মুহাম্মদ বদিউল আলম বলেন,আজকে আমাদের সমাজ কলুষিত। যুবসমাজকে মাদকাসক্ত করা হচ্ছে। ধর্মের নামে অর্ধের প্রসার হচ্ছে। সমাজে শান্তি শ্ংখলা প্রতিষ্ঠায় পটিয়াবাসীর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। পটিয়ায় কোনো দুর্নীতিবাজের ঠাই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল অত্যাচারি রাজা কংসের কারাগারে। কংসের ভাগিনা হয় শ্রীকৃষ্ণ। এমন অত্যাচারি রাজা নিজের বোনের ছেলেকে হত্যা করতে কত না চেষ্টা করেছেন কিন্তু দৈববাণী, কপালের লিখন কখনো খন্ডানো যায় না। শ্রীকৃষ্ণের জন্মের আগে আরো সাত টা বোনের জন্ম হয়েছিল কৃষ্ণের। সবকটাকেই কিংস আছার মেরে মেরে হত্যা করেছিল। কিন্তু শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে পিতা বাসুদেব যমুনা নদীর ওপারে মা যশোদার ঘরে রেখে আসেন। শ্রীকৃষ্ণ সেখানে বড় হয়। তোমাকে বধিবে যে, গোকুলে বাড়িতেছে সে। আজকে তোমাকে বধিবার জন্য পটিয়ার জনগণ ঐক্যবদ্ধ হচ্ছেন। অন্যায় অবিচারের বিরুদ্ধে, দুনীতির বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের যুগ্ন-সাধারন সম্পাদক বদিউল আলম সনাতনী ধর্মাবলম্বী মানুষের মাঝে উপহার স্বরুপ শাড়ী লুঙ্গী বিতরণ করেন। শ্রী শ্রী জন্মাষ্টমী পালন কমিটির সভাপতি বিমল চন্দ্র দে ‘র সভাপতিত্বে অনুষ্ঠানে
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শৈবাল বড়ুয়া, চরকানাই প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মিসেস মিনাক্ষী চৌধুরী, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক ডিএম জমির উদ্দিন, সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক শিবু কান্তি দাশ, সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান, ভাটিখাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন, সাবেক পিডিবি কর্মকর্তা গোকলেস ভট্টচার্য্য, সাবেক পৌর কাউন্সিলর আবদুল খালেক, আওয়ামী লীগ নেতা জাফর আহমেদ, ফজল আহমেদ দৌলতী, কাজী আল মামুন, রনি বড়ুয়া, পৌর উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সাইফুদ্দীন ভোলা, যুবলীগ নেতা সুজন বড়ুয়া, নিউটন দে, তৌহিদুল আলম জুয়েল, হাসান শরীফ, হিল্লোল দে, সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।