

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৩০ আগস্ট ২০২১ সোমবার বিকাল ৫ টা ৩০ মিনিটের দিকে ঝিকরগাছা উপজেলার ফতেপুর এলাকায় র্যাব-৬, এর অভিযানে যশোরের শার্শা উপজেলার পান্তাপাড়া ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কুতুব উদ্দিন সরকার (৪৮), নামে একজন মাদক ব্যবসায়ীর নিকট থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করেছে র্যাব-৬, এর সদস্যরা। আটককৃত কুতুব উদ্দিন, শার্শা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পান্তাপাড়া এলাকার সাবেক ইউপি সদস্য ও মৃত আব্দুস সাত্তারের ছেলে বলে জানা গেছে।
যশোর র্যাব-৬, এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার আল আসাদ মাহফুজুল ইসলাম, আমাদের এ প্রতিনিধিকে বলেন, আটক কুতুবউদ্দিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। সে শার্শা উপজেলার পান্তাপাড়া এলাকার ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। সোমবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি কুতুব উদ্দিন, বিপুল পরিমাণের গাঁজা নিয়ে ঝিকরগাছার ফতেপুর এলাকায় অবস্থান করছেন। এ সময় র্যাব-৬, এর স্কোয়াড কমান্ডার লেঃ এম সারোয়ার হুসাইন (এক্স), বিএন এর নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক ইউপি সদস্য কুতুব উদ্দিনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।