স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদ:
সারাদেশে প্রতি উপজেলায় ১টি করে মডেল মসজিদ হচ্ছে অনেক গুলো উদ্বোধন হয়েছে আল্লাহর রহমতে বাকিগুলো সব হবে
তবে এই দেশের সাধারণ মানুষের চিন্তা মাননীয় প্রধানমন্ত্রীর মন অনেক বড় তার প্রমাণ এই মসজিদ বিদেশী সাহায্যে হওয়ার কথা ছিল।
কিন্তু হটাৎ করে বিদেশী সাহায্য বন্ধ হয়ে গেল কিন্তু আমাদের প্রধানমন্ত্রী এইদেশের মানুষকে কথা দিয়েছে তাই মসজিদ বন্ধ করা যাবেনা
এখন দেশের টাকা দিয়ে প্রধানমন্ত্রী শেখহাসিনা সকল মসজিদ করে দিবে ঠিক আছে।
তবে সাধারণ মানুষের চিন্তা ও প্রস্তাব করছে যে এতো গুলো মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সহ ইসলামী ফাউন্ডেশন এর সকল অন্যান্য অফিসের কর্মচারীদের বেতন সরকারকে দিতে হবে।
তাই এই মসজিদের সাথে যদি মার্কেটের ব্যবস্থা রাখে তাহলে,
সরকার এই মসজিদের মার্কেটের আয় দিয়ে সবার বেতন দেওয়া সম্ভব হবে ইনশাল্লাহ।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এদেশের সাধারন মানুষ ও মুজিব প্রেমি মানুষেরা এই প্রস্তাব দিয়েছে যেন মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে একটু বিবেচনা করবেন বলে এদেশের ইসলামপ্রেমী ও মডেল মসজিদের নামাজি মুসল্লি ও আসেপাশের মুজিবপ্রেমি মানুষগুলো আশা করছে।