

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজারে ১৫ই অাগস্ট ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া অালোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অাজ ৩১শে অাগস্ট ২০২১ রোজ মঙ্গলবার বিকাল ৫টায় রাজেন্দ্রপুর জনকল্যাণ বাজারের সভাপতি অালমগীর হোসেনের সভাপতিত্বে ও রাজাবাড়ি ইউনিয়ন অাওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জজ মিয়া শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা অাওয়ামীলীগের অাহ্বায়ক সদস্য অাবু সাঈদ কামাল, রাজাবাড়ি ইউনিয়ন অাওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত আলী খান, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন খান, শিক্ষা বিষয়ক সম্পাদক জয়নাল খান, ৭নং ওয়ার্ড অাওয়ামীলীগের সভাপতি মজনুল হক, সাধারণ সম্পাদক অামীর উদ্দিন ফকির, রাজাবাড়ি ইউনিয়ন অাওয়ামী যুবলীগের সভাপতি প্রার্থী ইউসুফ অালী শেখ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনাদর্শ নিয়ে অালোচনা ও ১৫ই অাগস্টে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও পরিশেষে তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।