মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুর উপজেলায় আজ ৩১ আগস্ট এ্যাড. মোঃ সাজিদুর রহমান সংগ্রাম নিজ বাসভবনে বিনোদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খালিয়া গ্রামের রহমতপুর, বিশ্বাস পাড়া, দক্ষিনপাড়ার সকল দুস্থ অসহায় প্রতিবন্ধীদের মাঝে বস্তু বিতরণ করেন।
অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য। দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষে র পাশে দাড়াঁনো। বস্ত্র বিতরণ অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত। মহম্মদপুর উপজেলা ২নং বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাড, সাজিদুর রহমান সংগ্রামের উদ্যোগে গরীব অসহায় প্রতিবন্ধীদপর মাঝে বস্ত্র বিতরণ কালে একথা বলেন।
এই সময় উপস্থিত ছিলেন, এ্যাড, সাজিদুর রহমান সংগ্রাম সাধারণ সম্পাদক বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগ,
আব্দুল মোতালেব প্রধান শিক্ষা খালিয়া মাধ্যমিক বিদ্যালয়,
মোঃ আলী হাসান অধ্যক্ষ আলামীন টেক্সটাইল কলেজ,
ইউনুস আলী সহকারী শিক্ষাক খালিয়া মাধ্যমিক বিদ্যালয়,
আব্দুল চাঁন মতিন মাগুরা এমসিইটির পরিচালক, ডাঃ লিয়াকত আলী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,
মোঃ আতর আলী,ডাঃ সজিব, সানজিদুর রহমান পলাশ, জাকির আলী সহ গ্রামের গন্যমান্য ব্যক্তি বর্গগন।