

এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৩০ আগস্ট ২০২১ সোমবার আনুমানিক ৯ টার দিকে যশোর সদর বসুন্দিয়া বানিয়ারগাতী গ্রামের দক্ষিণ পাড়ার মৃত মহাতাব সর্দারের, পুত্র মোজের সরদার (৮৫), কে দ্বিতীয় পুত্র ইমামুল সরদার (৪০), ও মাসুদ সরদার (৩০), পিতাকে মারপিট করে লাঞ্চিত করার সহ তাকে হত্যা করে রাতের আঁধারে পুঁতে ফেলার হুমকি দিয়েছে বলে। বয়োবৃদ্ধা মোজের সরদার, কান্না জড়িত কন্ঠে আমাদের এ প্রতিনিধিকে জানান, ঘটনার কারণ হিসেবে জানতে চাইলে সে বলেন, খুবই দরিদ্র মানুষ তার মাত্র ১৭ (শতক) বসতভিটা জমি ৪ পুত্র ও ২ কন্যা সন্তানকে অংশ মোতাবেক লিখে দিয়েছেন। তাকে বাকি ৩ পুত্র ভরণ পোষণ দেয় না, এবং খোঁজ খবরও নেয় না ফলে সেজো পুত্র আব্দুল জলিলকে ৩ (শতক) জমি বেশি দিয়ে তাঁর সঙ্গে আছেন, সেই একমাত্র দেখাশুনা করে। এই কারণে বাকি ৩ পুত্র ক্ষিপ্ত হয়ে তাকে প্রায়ই মাঝে মধ্যে মারপিট করা সহ প্রাণনাশের হুমকি দেয়। তার পুত্ররা দুর্ধর্ষ প্রকৃতির লোক হওয়ায় গ্রামের লোকেরা মুখ খুলতে সাহস পায় না। উক্ত বয়োবৃদ্ধা মোজের সরদার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট বিচারের জোর দাবি জানিয়েছেন।