মোঃ মতিন গাজী,স্টাফ রিপোর্টারঃ
যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট এলাকার মাইল পোস্ট নামক স্থানে মর্মান্তিক দূরঘটনা ঘটে। ঘটনার পর এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর কর্মরত চিকিৎসক একজনকে মৃত ঘোষনা করেন।
অপর জন জোবায়ের হোসেন (২১), নামের ছেলেটির পা কাটা অবস্থায় হসপিটাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাৎক্ষণিক নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালে কর্মরত চিকিৎসক ডাঃ ইফফাত শারমিন দিপ্তি জানান, ট্রেনে ধাক্কা লাগা দুই যুবকের মধ্যে হাসপাতালে আনার আগেই এক যুবকের মৃত্যু হয়। অন্যজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নওয়াপাড়া রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার জানান,
অভয়নগর থানা সূত্রে আমি বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে বিস্তারিত কীছু এখনো পর্যন্ত জানি না।