এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৭টার দিকে খুলনার সোনাডাঙ্গায় গাজী মেডিকেল কলেজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আর্টিস্ট শোরুম দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সোনাডাঙ্গা গাজী মেডিকেলের পাশে অবস্থিত কাপড়ের শোরুম আর্টিস্টে আগুনের সূত্রপাত হয়। এতে শোরুমটি সম্পুর্ন পুড়ে গেছে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায়। ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টা চেষ্টার পর একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
শোরুমের একজন কর্মকর্তা জানা গেছে, আজ সকালে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি এবং দেখি দাউ দাউ করে জ্বলছে শোরুম। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আছেন এসে আগুন নিয়ন্ত্রণে আনেতে সক্ষম হন। এতে করে অনুমান ৬০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারনা করছেন তিনি।
তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মকর্তার বক্তব্যে নেওয়া যায়নি। এবং কি পরিমান ক্ষতি হয়েছে সেটাও জানা যায়নি। আগুন লাগার কারন এখনো পাওয়া যায়নি।