

জাহাঙ্গীর আলম মানিক চুয়াডাঙ্গা দামুড়হুদাঃ
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এর মিশনপাড়ার ডলি মন্ডল, স্বামী: তুফান মন্ডল
একটি জীর্ণ মাটির ঘরে কোনওরকমে কেটে যায় তার জীবন। যে ঘরটি একটু হাওয়া হলেই নড়বড় করে, একটু বৃষ্টি হলেই পানিতে একাকার হয়ে যায়। বিধবা ডলির ২ছেলে মায়ের সাথে কোন যোগাযোগ রাখেনা। আরেকটি ছেলেকে নিয়ে চলে তার সংসারের শূণ্য তরী।
এরই মধ্যে তাদের একমাত্র বসত ঘর, মাটির ঘরটি অতিবর্ষণে হঠাৎ ভেঙ্গে পড়ে। ঠিক যেনো আসমানির ঘর। হতদরিদ্র ডলি খাতুন যেন দিশেহারা, আতঙ্কিত……ঠিক এসময় তার প্রতিবেশী ডলি মন্ডলের কথা বলেন দামুড়হুদার মানবতার ফেরিওয়ালা দামুড়হুদা উপজেলা নির্বাহি অফিসার দিলারা রহমানের কাছে বলেন।
আমাকে তাদের দুর্দশার কথা অবগত করেন। তাদের অবস্হা বিবেচনায় তাৎক্ষণিক ২ বান্ডিল টিন এবং ছয় হাজার টাকা দেওয়া হলো।
উন্নতির এত ছোঁয়া আমাদের জীবনের সর্বত্র অথচ আমাদের মাঝে এখনো ধুঁকে ধুঁকে বেঁচে আছে “আসমানিরা”। তারা জানেও না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কতটা অগ্রাধিকার দেন, তাদের জন্য রয়েছে কত সরকারী সুযোগ সুবিধা। আজ তাদেরকে সরকারী এই সহায়তা পৌঁছে দিলেন দামুড়হুদা উপজেলার ইউএনও দিলারা রহমান দিতে পেরে নিজের কাছেই স্বস্তি লাগছে বলেন আর । ডলির পরিবারের জন্য রইলো অনেক শুভ কামনা।