এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৪ নং কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া গ্রামে সাকিনের বসত বাড়ির সামনে জয়ডিহি টু চরকুলিয়া বাজার গামী পাকা রাস্তার উপর থেকে ১ (শত) গ্রাম গাঁজা ও নগদ ১ (হাজার) ৭ (শত) টাকাসহ তুহিন আহমেদ ওরফে রাজু (৩০), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে, মোল্লাহাট থানার পুলিশ সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ী মোল্লাহাট উপজেলার মৃত রমজান হাওলাদারের পুত্র বলে জানা গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক, (পিপিএম) এর দিক নির্দেশনায় মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সৌমেন দাস, আমাদের এ প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মোল্লাহাট উপজেলার ৪ নং কুলিয়া ইউনিয়নের চরকুলিয়া গ্রামের সাকিনের বসত বাড়ির সামনে জয়ডিহি টু চরকুলিয়া পাকা রাস্তার উপরে একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সৌমেন দাসের, নেতৃত্বে থানার চৌকস অফিসারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তুহিন আহমেদ ওরফে রাজু, নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির দেহ তল্লাশি করে তার নিকট থেকে ১ (শত) গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ১ (হাজার) ৭ (শত) টাকা ও একটি টিপ চাকু যার দুইপাশের চাকু সংযুক্ত এবং একটি গুপির ফলাসহ তাকে আটক করা হয়।
মোল্লাহাট থানার পুলিশের সূত্রে আরোও জানা যায়। আটক তুহিন আহমেদ ওরফে রাজু, একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে, সে ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।