

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার আনুমানিক সকাল ১০ টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের পার্বতীপুর চৌরাস্তা থেকে ফুলমিয়া (৪৫), নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে, খাজুরা পুলিশ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ইঞ্জিন চালিত করিমন চালক ফুলমিয়ার নিকট থেকে ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক করিমন চালক মাদক ব্যবসায়ী যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের কালু মিয়ার ছেলে বলে জানা যায়।
খাজুরা পুলিশ ক্যাম্পের সূত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর থেকে খাজুরা বাস স্ট্যান্ডের দিকে পাট বোঝাই করিমনে ইয়াবার চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক আলমগীর হোসেন, ও নিশান কাজীসহ, সঙ্গীয় ফোর্স নিয়ে পার্বতীপুর চৌরাস্তায় অভিযান চালিয়ে পাট বোঝাই ইঞ্জিন চালিত করিমন গাড়ি তল্লাশি করে চালকের বসার সিটের নিচে বিশেষ ভাবে লুকানো ৫০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন, বিষয়টি নিশ্চিত করেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে তিনি জানান।