
এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার বিকালে যশোরের বেনাপোল সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৩১ টি বাংলাদেশী পাসপোর্টসহ ৩ জন পাচারকারী চক্রের সদস্য কে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটককৃতরা হলেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের বাগুড়ী গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে শাওন হোসেন ওরফে জীবন (৩০), একই উপজেলার বাগআঁচড়া গ্রামের মৃত রহিমের ছেলে আনিছুর রহমান (৪১), ও ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের ফজের আলীর ছেলে আবু সাইদ তুষার (৪১)। বিকালে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
পাচারকারী চক্রটি এসব পাসপোর্ট ভারতে নিয়ে বিভিন্ন দেশের ভিসা লাগিয়ে আবার দেশে নিয়ে আসতো। তারপর এইসব পাসপোর্ট নিয়ে ভারত থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পাড়ি দিত বাংলাদেশের এসব পাসপোর্ট যাত্রীরা। এসব তথ্য জানিয়েছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।
গোপন সুত্রে জানা যায়, পাসপোর্ট চক্রটি চেকপোস্ট বসে ভারতের প্রবেশের কার্যক্রম করে পরিচিত ষ্টোরের মাধ্যে তাদের কাছে ধর্ণা নেয়। এ অবৈধ্য পাসপোর্ট গুলো ভারতে নিয়ে বিদেশের ভিসা প্রসেসিং করার জন্য নেয়া হয়। আটকৃতেদের মধ্যে অনেকে পরিবহনের সুপার ভাইজার জানা যায়।
আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আশরাফ হোসেন, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন বাংলাদেশ থেকে বিপুল পরিমান পাসপোর্ট নিয়ে একটি পাচারকারী চক্র ভারতে যাবে। এমন সংবাদে ভিত্তিতে সীমান্তে নিরাপত্তা জোরদার করে
প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেওয়া হয়। এ সময় ৩ জনকে ব্যাগ নিয়ে প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ঘুরাঘুরি করতে দেখে তাদেরকে সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে ব্যাগ তল্লাশি করে শাওনের ব্যাগ থেকে ৭টি পাসপোর্ট, সাইদের ব্যাগ থেকে ১৩টি পাসপোর্ট এবং আনিছুরের ব্যাগ থেকে ১১টি পাসপোর্ট উদ্ধার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্টথানার এসআই মাসুব বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ পাসপোর্টসহ ৩ জনকে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা আটক করে পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদেরকে থানায় হস্তান্তর করেছেন।আগামীকাল শনিবার তাদেরকে আদালতে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

Reporter Name 


















