

স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদ:
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের নরসিংহপুর এলাকায় মেঘলা গার্মেন্টসের সামনে একটি অ্যাক্সিডেন্ট ঘটে
একটি রিকশার ওপর ২৫ টন ওজনের একটি ক্রেন উঠে যায়।
এতে রিকশাচালক ও এক যাত্রী ক্রেনের নিচে চাপা পড়েন। ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে রিকশায় করে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে জামগড়া থেকে নরসিংহপুর যাচ্ছিলেনকালাম ও মেহেদি হাসান।
পথে সরকার মার্কেট পার হলেই বাইপাইলগামী হজরত দেওয়ান আলী শাহ এন্টারপ্রাইজের একটি ক্রেন নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে তাদের রিকশাটিকে চাপা দেয়।
এসময় মেহেদি লাফ দিয়ে নেমে গেলেও ক্রেনের নিচে পড়েন কালাম ও রিকশারচালক।
ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় ৩ঘন্টা চেষ্টার পর কালামকে জীবিত উদ্ধার করে নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন।
তবে রিস্কা চালক এর কোন খোঁজ পাওয়া যায়নি।