এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরো চীফঃ
৩ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার আনুমানিক সকাল ১০ টার দিকে নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে ৫ (শত) ৫৫ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যাবসায়ীকে আটক করেছে, লোহাগড়ার পুলিশ সদস্যরা। আটককৃতরা হলেন, নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহমানের পুত্র হিরো হোসেন (৩৮), ও কমলাপুর গ্রামের বাবর আলীর পুত্র রাজু মিয়া (৩২)।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আজ শুক্রবার সকাল আনুমানিক ১০ টার দিকে লোহাগড়া উপজেলার এড়েন্দা বাসস্ট্যান্ডে মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার একটি চৌকস টিমের সদস্যরা এসআই বাবুল, এসআই আলমগীর ও এএসআই মিকাইল হোসেনসহ, একটি দল নিয়ে অভিযান চালিয়ে উপজেলার এড়েন্দা বাসষ্টান্ড থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, তাদের নিকট থেকে ৫ (শত) ৫৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হরিদাশ রায়, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, আটক মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা করে আসছে। তারা ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা দিয়ে আগামীকাল শনিবার নড়াইল আদালতে হাজির করা হবে তিনি জানিয়েছেন।