টাঙ্গাইলের সখীপুরে ভিমরুলের কামড়ে দুই শিশুর মৃত্যু
আব্দুস সোবাহান মিঠু।(টাঙ্গাইল):
সখীপুরে ভিমরুলের কামড়ে জোবায়ের মাহমুদ (৮) এবং নুরুনবী (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। জোবায়ের ওই গ্রামের জালাল মিয়া এবং নুরুনবী জসিম মিয়ার ছেলে।
ওই দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই।
এক সঙ্গে দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে জোবায়ের ও নুরুনবী বাড়ির পাশে খেলতে যায়। খেলার ফাঁকে গাছে থাকা একটি ভিমরুলের চাকে পাখি আক্রমণ করে।
এতে শত শত ভিমরুল এলোমেলো হয়ে তাদের কামড়ে আহত করে।পরে আহত অবস্থায় উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category