পটিয়ায় ৯ হাজার ৩৫০পিস ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
চট্টগ্রামের পটিয়ায় ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ জান্নাতুল ফেরদৌস শিল্পী (৩০) নামের এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) উপজেলার ইন্দ্রপুল বাইপাস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফেরদৌস নোয়াখালীর সেনবাগ থানার সামার গাঁও এলাকার আব্দুল হকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়ার বাইপাস মোড় এলাকা থেকে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তার ব্যাগ তল্লাশি করে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান,গৃহবধূ ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category