হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি:
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান, সাবেক গণপরিষদ সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন ,যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম,রাজনীতিক ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ,সাংবাদিক মো:নাসির,আওয়ামীলীগ নেতা মাহবুবুর রহমান মিলন,ওসমান গনি ,সাংবাদিক হেলাল মাহমুদ,সুহাস বডুয়া,ভুততবিদ গিয়াস আহমেদ চেীধুরী,দেলওয়ার মানিক,নুরুল ইসলাম বাঙ্গালী ,ইসলাম উদিদন পিংকি,ফিরোজ আহমেদ কল্লোল ,এমএ করিম জাহাংগীর ,জাহাংগীর করির,মোশাররফ হোসেন খান চেীধুরী প্রমুখ ।
জানা গেছে, অ্যাডভোকেট লুৎফুর রহমানের মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রীকে ফোন করে সংবাদটি দেন সিলেটে অবস্থানরত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং গভীর শোক প্রকাশ করেন।
এসময় প্রধানমন্ত্রী বলেন, লুৎফুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর ছিলেন। তিনি বাংলাদেশের সংবিধানের অন্যতম স্বাক্ষরকারী ছিলেন।
প্রধানমন্ত্রী অ্যাডভোকেট লুৎফুর রহমানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।খবর বাপসনিউজ ।
এদিকে, লুৎফুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।
এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, অ্যাডভোটেক লুৎফুর রহমানের মৃত্যু আওয়ামী লীগ হারালো এক বর্ষিয়ান নেতাকে। যে শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।
শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটে তিনি নগরীর নয়াসড়কস্থ মাউন্ড এডোরা হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সিলেটের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান শেষ নি:শ্বাস ত্যাগ করেন।