আলিফ আরিফা :
“ক্রিড়াই শক্তি এবং ক্রিড়াই বল” শ্লোগানকে সামনে রেখে এবং মাদক
বিরোধী জনমত গড়ার লক্ষে শ্রীপুরে অনুষ্ঠিত হয়ে গেল আন্ত উপজেলা
ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা।
খেলাটি ৩ সেপ্টম্বর শ্রক্রবার বিকেলে
উপজেলার কাওরাইদ কে,এন,উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের মেনেজিং কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা রফিকুল ইসলাম
ফকিরের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, কাওরাইদ ইউনিয়ন পরিসদের চেয়ারম্যান এ্যাড: আজিজুল হক
আজিজ।
অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও
বিজীতদের মধ্যে পুরষ্কার বিতরন করেন,ঢাকা মেট্রোপলিটন পুলিশের
পুলিশ পরিদর্শক মোঃ হেলাল উদ্দিন।
খেলায় ফ্রেন্ডস স্পোটিং ক্লাব
একাদশ ২ গোলে সবুজ ইয়ং ষ্টার ক্লাব একাদশকে পরাজিত করে। এদিকে
খেলার শেষার্ধে সবুজ বাংলা ইয়ং ষ্টার ক্লাব একাদশ এক গোল করে।
খেলা শুরুর পূর্বে এক আলোচনা পর্বে বক্তব্য রাখেন,কাওরাইদ যুব পরিষদের
সম্পাদক মো: খাইরুল ইসলাম মীর,ইউপি সদস্য মো: হারিস উদ্দিন,মো:
নুরুল ইসলাম, আ: সামাদ,আওয়ামীলীগ নেতা মো: মাঈন উদ্দিন
সিরাজ,মো: সিরাজুল হক মৃধা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক,নাজমুল
হাসান মন্ডল,বাবু শ্রী অভিজিৎ রায় এবং ফ্রেন্ডস স্পোটিং ক্লাবের
সভাপতি রাজিব আহমেদ।