

শরিফ মিয়া””””
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায়
উজান থেকে নেমে অাসা পাহাড়ী ঢলে বিভিন্ন অঞ্চল বন্যার পানি প্লাবিত হয়ে অনেক কৃষক ক্ষতি গ্রস্ত হয়ে পড়েছে।
আজ শুক্রবার বিকেলে পানি উন্নয়ন বোর্ডের গেজ পাঠক আব্দুল মান্নান জানান,বাহাদুরাবাদ পয়েন্টে ৬৩ সেন্টিমিটার পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বর্তমান পানি স্থীর অবস্থায় রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায় ,গত ৮ দিন থেকে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। এ ভাবে পানি বৃদ্ধি পেয়ে আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় যমুনা, ব্রহ্মপুত্রের তীরবর্তী চরাঞ্চল, বহু নিম্নাঞ্চল ও উঁচু অঞ্চল প্লাবিত হয়ে বহু মানুষের ইতিমধ্যে শুকনো খাবার ও বিষদ্ধ পানির প্রয়োজন। বিশেষ করে শুক্রবার সকাল থেকেই দেওয়ানগঞ্জে উপজেলাধীন যমুনার চরাঞ্চল সমূহের অসংখ্য নিম্নাঞ্চল ও উঁচু রঞ্চল প্লাবিত হয়েছে। দেওয়ানগঞ্জে খুলাবাড়ী,মন্ডলবাজার, উপজেলা নির্বাহী এলাকা, গুজিমারি, দেওয়ানগঞ্জ পৌরসভাসহ অসংখ্য নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বহু কৃষকের আউশ ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গিয়েছে।
এ বছরের বন্যায় যমুনার ও ব্রহ্মপুত্রের বুকে জেগে উঠা দেওযানগঞ্জে চিকাজানী ইউনিয়নে মুন্ডলবাজার ও খোলাবাড়ী