গাজীপুর থেকে এস.এম দুর্জয়ঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী মাওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃআব্দুল কাদের মোড়ল।এলাকার উন্নয়ন ও জনগণের সেবার দ্বারা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডকে এগিয়ে নিতে চান।
মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদের মোড়ল(উজ্জ্বল) বলেন,আগামী দিন গুলোতে এলাকার রাস্তা-ঘাট উন্নয়ন, মাদকমুক্ত ও শিক্ষিত সমাজ হিসেবে গড়ে তুলতে চান তিনি।দেশের অন্যতম উন্নত গ্রামে পরিণত করতে গ্রামবাসীর সহযোগিতা প্রার্থনা করেন।মোঃ আব্দুল কাদের মোড়ল (উজ্জ্বল)বিজিবির অবসরপ্রাপ্ত হাবিলদার বর্তমানে তিনি মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন তাছাড়াও মাওনা ইউনিয়নের ২নং ওয়ার্ডের চকপাড়া মেডিকেল মোড় বাজারের সহ-সভাপতি, সলিং মোড় ছয়শপাড়া জামে মসজিদের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।এলাকার কয়েকজন ভোটারদের সাথে কথা হলে তারা জানান আব্দুল কাদের মোড়ল মাওনা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বার হলে এলাকায় অনেক উন্নয়ন হবে,তিনি একজন সৎ ও ভালো মনের মানুষ।বিগত করোনার লকডাউনকালীন সময়ে আব্দুল কাদের মোড়ল অসহায়,গরীব,কর্মহীন, হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ নগদ অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন।আব্দুল কাদের মোড়ল ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের মন জয় করে তিনি বর্তমানে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।আসন্ন ইউপি নির্বাচনে আব্দুল কাদের মোড়ল (উজ্জ্বল)কে মেম্বার হিসেবে ২ নং ওয়ার্ডবাসী দেখতে চাই। অনেকেই বলেন,২নং ওয়ার্ডবাসীর কাছে একটা চাওয়া থাকবে,প্রার্থীর গুনাবলী, আচার -আচরণ,মানুষের প্রতি কতটুকু আন্তরিক, মানবতা, যোগ্যতা এবং অসহায় মানুষের পাশে সহযোগিতার হাতটা যে বাড়িয়ে দেয়,সেই আমাদের আব্দুল কাদের মোড়ল (উজ্জ্বল) ভাই মানুষের সেবা করার সকল গুণাবলিই তার মধ্যে আছে।এই যোগ্য মেম্বার প্রার্থীকে আসন্ন ইউপি নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করা সবার পাশে থাকা এবং সহায়তা করা সকলের দায়িত্ব।২ নং ওয়ার্ডের সাধারণ জনগণ আরো জানান,আসন্ন ইউপি নির্বাচনে আব্দুল কাদের মোড়ল (উজ্জ্বল) একজন যোগ্য মেম্বার প্রার্থী।সে নির্বাচিত হলে এ গ্রামের দ্রুত উন্নয়ন হবে বলে প্রত্যাশা করেন সাধারণ মানুষ।ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী আব্দুল কাদের মোড়ল (উজ্জ্বল) সকলের উদ্দেশ্যে বলেন,গ্রামের মানুষের কাছে একটি চাওয়া,আপনারা আমাকে আসন্ন ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডের সেবা করার সুযোগ দেন।আব্দুল কাদের মোড়ল আরো জানান, তিনি মেম্বার নির্বাচিত হলে এই ২নং ওয়ার্ড কে মাদক মুক্ত, সন্ত্রাস,চাঁদাবাজি দুর্নীতি মুক্ত,একটি আধুনিক মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে অঙ্গিকার ব্যক্ত করেন।