মোঃ মতিন গাজী, ষ্টাফ রিপোর্টারঃ
৫ সেপ্টেম্বর ২০২১ রবিবার আনুমানিক রাত ১০ টার দিকে যশোরের অভয়নগর উপজেলার বেতারের কোনায় খুলনা থেকে ছেড়ে আসা ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মিজানুর রহমান নামের এক মোটরসাইকেল আরোহীর উপার উল্টে পড়ে।
স্থানীয়দের সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে যশোর থেকে ছেড়ে আসা মোটরসাইকেল আরোহীর উপার উল্টে পরে এবং ঘটনা স্থানে মোটরসাইকেল আরোহী মৃত্যুবরণ করেন ওই মোটরসাইকেল আরোহী ব্যক্তি মিজানুর রহমান (মিজান), অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের ছেলে বলে জানা যায় এছাড়া আরোও জানা যায় মোটরসাইকেল আরোহী হিমালয় সিমেন্ট মিলের ম্যানেজার বলে জানা গেছে।
সরেজমিনে ঘটনা স্থানে গিয়ে জানা যায়, খুলনা থেকে যশোরের দিকে ছেরে আসা একটি মালবোঝায় ট্রাক অভয়নগর উপজেলার বেতারের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যশোর থেকে ছেরে আসা মোটরসাইকেলের উপরে উল্টে পড়ে।
পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নওয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন, এবং স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে তখন দেখা যায়। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।