মাহাবুব আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ৭ সেপ্টেম্বর বিকালে বিএনপি জনতার পাশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হয়ে বক্তব্যে বলেন, বড় বড় নেতাদের সঙ্গে সেলফি তুলে গনতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব নয় , গনতন্ত্র ফিরিয়ে আনতে হলে গণ আন্দোলনের প্রয়োজন ।
তিনি আরো বলেন আওয়ামীলীগ সরকার আমাদের জিম্মি করে রেখেছে ,বাক স্বাধীনতা হরণ করেছে , সাংবাদিকদের ডিজিটাল মামলার মাধ্যমে গণমাধ্যমকে পঙ্গু করে দিয়েছে সারা বাংলাদেশে প্রায় ১৩ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে । বর্তমান সরকার দেশে বিভিন্ন প্রজেক্টের নাম দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করছে । পদ্মা সেতুর নির্মাণ,মেট্রো রেল , কর্ণফুলী ট্যানেল সহ বড় বড় প্রজেক্টের মাধ্যমে তারা বিদেশে টাকা পাচার করছে ,এই সরকার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে উঠে পড়ে লেগেছে ।
তাই আপনাদের বলছি এখন আমাদের সেলফি তুলে পোস্ট করার সময় নয় আমাদের সকলকে একযোগে আন্দোলন শুরু করতে হবে তবেই আমরা আমাদের অধিকার আদায় করতে পারবো । এসময় সেখানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩ আসনের এমপি জাহিদুর রহমান, কেন্দ্র ও জেলা থেকে আসা বিভিন্ন নেতা কর্মী বৃন্দ রানীশংকৈল উপজেলা বিএনপি সভাপতি আইনুল হক, সাধারণ সম্পাদক আতাউর রহমান , পৌর সভাপতি পান্না সহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।