এস এম রাকিব জেলা প্রতিনিধিঃ
আগামী আসছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বগুড়া জেলা শেরপুর উপজেলা সীমাবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে সবার পাশে থেকে উন্নয়ন মুলক কাজ করতে চান দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ সাইফুল ইসলাম খান।
সৎ, ধার্মিক,ত্যাগি ও সুপরিচিত এই মূখটি সাধারণ মানুষের বড় একটি আস্তাস্থল।
তিনি শুধু নির্বাচনী প্রচারের মাঠ নিয়েই ব্যস্ত নয়, ব্যস্ত আছেন নানা ধরনের উন্নয়ন মূলক কাজে ও জনসেবায়।
করোনা কালীন সময়ে দেশের অন্তিম ও সংকটময় মুহূর্তে তিনি দাড়িয়েছেন সাধারণ মানুষের পাশে। অসহায় মানুষের ঘরে ঘরে নিজ হাতে পৌঁছে দিয়েছেন খাদ্য, বস্ত্র সহ নগদ অর্থ। শুধু করোনা কালীন সময়ে নয়, তিনি বিগত দিন ধরেই নানান ধরনের সংকটপূর্ন মুহূর্তে মানুষের পাশে থেকেছেন।
করেছেন নতুন ও পুরাতন বেশ কিছু রাস্তাঘাটের কাজ, ড্রেনেজ ব্যবস্থা সহ নানান ধরনের সামাজিক ও মানবিক উন্নয়ন মূলক কর্মকাণ্ড।
তিনি আরো বলেন নির্বাচনী প্রচারণাই মোক্ষম বিষয় নয়, জনগণের পাশে থেকে সমাজের সুন্দর অবকাঠামো তৈরি ও উন্নয়ন মূলক কর্মকাণ্ড করাই আামার কাছে মূল উদ্দেশ্যে। আমি নির্বাচিত হলে যেভাবে সাধারণ ও অসহায় মানুষের পাশে থেকেছি, ইনশাআল্লাহ আগামী বিজয়ী হলে ঠিক একই ভাবে মানুষের পাশে থেকে সমাজের সুন্দর অবকাঠামো তৈরি করে যাবো। মাদক ও সন্ত্রাস নির্মূলে কোন ছাড় দেয়া হবে না, আমার এলাকায় মাদক,চাদাবাজ, সন্ত্রাসের এক বিন্দুও জায়গা হবে না ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমি সমাজের জন্য সাধ্যনুযায়ী কাজ করার চেষ্টা করেছি, সুখে দুঃখে জনগনের পাশে থাকলে ইনশাআল্লাহ তারাই আমাকে মন থেকে খুঁজে নিবে। এতে করে অন্যন্যা প্রার্থীদের মত আমাকে প্রচারণায় খুব বেশি সময় দিতে হবে না। সেই সময় টুকু আমি আমার ইউনিয়ন বাসীদের উন্নয়ন মূলক কাজে ও জনসেবায় ব্যয় করবো।
পরিশেষে তিনি বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি এখন যেভাবে সাধারণ মানুষের পাশে আছি, ভবিষ্যতেও যেন ঠিক একই ভাবে মানুষের পাশে থেকে তাদের সেবা দিতে পারি এবং সততার সহিত যেন সকল কর্মকান্ড পরিচালনা করতে পারি,