রাজু আহম্মেদ। চাঁপাইনবাবগঞ্জ :
জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ, চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশের আম বাগানের ভেতর থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চামাটোলা গ্রামের জবদুল হোসেনের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৫)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অনুপ কুমার সরকার, এসআই মশিউর রহমানসহ ডিবির সঙ্গীয় ফোর্স ৬ সেপ্টেম্বর সোমবার রাত ৯ টার দিকে বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠের পাশের আম বাগানের ভেতর থেকে ৬০ বোতল ফেনসিডিলসহ মনিরুলকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনিরুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি বাবুল উদ্দিন সরদার ৬০ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেপ্তারের বিষয় টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে