

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা (যশোর) :
শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা থানা পুলিশের ওপেন হাউজ ডে পালিত হয়েছে। ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে তৃণমূল পর্যায়ের সকলের সাথে ওপেন হাউজ ডে উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, আমি চাই কাজ, কাজের জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। মাদকের সাথে সংযুক্ত ব্যক্তিদের কোন ছাড় দেওয়া হবে না। মাদকদ্রব্যের সাথে সংশ্লিষ্ট কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে আমি তোয়াক্কা করিনা। আমি আমার মোবাইল নাম্বার আপনাদের জন্য উন্মুক্ত করলাম। আপনাদের আইনের সহাযোগিতার জন্য সর্বদা আমার সাথে যোগাযোগ করবেন বলে আমি আশাবাদী।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই চন্দ্র ঘোষ, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউদ্দিন, পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশের আলী, নাভারণ ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী, থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দীন আহমেদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশিদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ,শাহাবুদ্দিন মোড়ল পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, আব্দুর রাজ্জাক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন থানা পুলিশের এসআই (নিঃ) তারেক নাহিয়ান।