স্টাফ রিপোর্টার:
গাজীপুরের শ্রীপুরে ১ নং মাওনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত বারী সরকারের ছেলে শফিকুল ইসলাম দুলু ইউনিয়নের মানুষের সেবায় বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের খবর নিচ্ছেন।
আজকে বুধবার বিকালে মাওনা ইউনিয়নের শিরিষগুড়ি গ্রামের দীর্ঘদিন ধরে অসুস্থ জামাল উদ্দিন ডাক্তার (৭৫) পিতা মুসলিউদ্দিন ও একই গ্রামের অসুস্থ বানেছ আলী ( ৯৫) পিতা মৃত ইউসুফ আলীসহ আরো কয়েকজন মানুষের খোঁজখবর নেন। এসময় তাঁদেরকে ফলফ্রুটস দিয়ে দোয়া প্রার্থনা করেন। সন্তানরা যাতে অসুস্থ বৃদ্ধ বাবা মার যত্ন নেন সে বিষয়ে পরামর্শ দেন।
শফিকুল ইসলাম দুলু শ্রীপুর উপজেলা আ.লীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি আ.লীগ থেকে ১নং মাওনা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীক প্রত্যাশী। জননেত্রী শেখ হাসিনা যদি তাকে নৌকা প্রতিক দেন তাহলে তিনি তার বাবার মতো সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিবেন।
এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, আমার বাবা মাওনা ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৮৮ থেকে ৯৩ পর্যন্ত ১ নং মাওনা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছেন। আমিও বাবার মতো মানুষের সেবা করতে চাই। এলাকার মুরুব্বিরা বাবাকে এখনো যথেষ্ট সম্মান করেন, আমাকে বাবার মতো দেখতে চান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে যদি আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক দেয়া হয় তবে বাবার পথেই হাঁটবো। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথেই বাবাকে খুঁজে ফিরবো।। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।