মোঃ গোলাম মোস্তফা, নান্দাইল, (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
য়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে আব্দুল হান্নান (২৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাজগাতী ইউনিয়নের পাছ দরিল্লাহ গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতের পিতার নাম উমেদ আলী।
জানা যায়, বুধবার সকালে আব্দুল হান্নান স্থানীয় ধুল্লি বিলে তাঁর গাভীর জন্যে ঘাস কাটতে যান। সকাল ১১ টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তিনি বাড়ি ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ধনারামা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে নিহত হান্নান অন্যের জমিতে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতো।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন, ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। থানায় আসতে বলেছি।