শরিফ সিকদার, কাপাসিয়া থেকে:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.কাপাসিয়া শাখার এজেন্ট ব্যাংকিং এর ১৪ তম শাখা উদ্বোধন করা হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে মৈশন মিয়ার বাজার সংলগ্ন কিং ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট এ এজেন্ট ব্যাংকিং এর শাখা উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক লি এর এভিপি ও কাপাসিয়া শাখা প্রধান মো.ইয়সুফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড মো আমানত হোসেন খান।
বক্তব্য রাখেন গাজীপুর জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা ওয়াজ উদ্দিন মোল্লা, তরগাঁও ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আইয়ুব রহমান সিকদার, মৈশন মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী রুকজু জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহ এমরান ,এজেন্ট ইনচার্জ জাহিদুল ইসলাম, স্বত্বাধিকারী শামীম হোসাইন, কাপাসিয়া শাখার মো. আল আমীন, প্রভাষক মন্জুরুল হক গাজী, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান প্রমুখ।
ইসলামী ব্যাংক লি এর বাংলাদেশ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক। আধুনিক ব্যাংকিং সেবায় এ ব্যাংক এগিয়ে রয়েছে। অতি অল্প সময়ের গ্রহকের মন জয় করতে সক্ষম হয়।