

এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার ভোর ৫ টা ৩০ মিনিটের দিকে খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা গ্রামের পুরাতন ফেরিঘাট সংলগ্ন প্রফেসর শশাঙ্ক কুমার মল্লিকের, বাড়ির দক্ষিণ পাশের কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা একজন যুবকের লাশ উদ্ধার করে পুলিশ সদস্যরা।
স্থানীয় জানা যায়, আজ বুধবার ভোরে লাশটি দেখতে পেয়ে থানার পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে খোঁজখবর নিলে লাশটির পরিচয় জানা যায়। সে খুলনা জেলার কয়রা থানার ফতেকাঠি গ্রামের সবর আলী শেখের পুত্র ফারুক শেখ (২৫)। মৃত ব্যক্তির মাতা ফাতেমা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি সনাক্ত করেন।
অনুসন্ধানে জানা যায়, মৃত ফারুক খুলনা শহরের ১নং কাস্টম ঘাটে লাবীব এন্টারপ্রাইজে ঠেলা গাড়ি চালানোর কাজ করতো এবং সে ওই খানেই থাকতো। গত ৬ সেপ্টেম্বর বিকাল অনুমান ৫ টার দিকে কাস্টম ঘাট লাবীব এন্টারপ্রাইজের পাশে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নদীতে অতিরিক্ত স্রোতের টানে পানিতে ডুবে যায়। সে সাতার জানতো না বলে এলাকাবাসীরা সূত্রে জানা গেছে। এবিষয় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।