হরিণাকুণ্ডু থেকে রাব্বুল হুসাইনঃ
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত পূর্বক ক্লাসে পাঠদান বিষয় নিয়ে আলোচনা হয়। মতবিনিময় সভায় উপজলার বিভিন্ন স্কুল- কলেজ ও মাদ্রাসার প্রধানগণ অংশ নেন।অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে ক্লাসে পাঠদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বলে জানা যায় ।
হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক,জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বক্তব্য দেন। মতবিনিময় শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের অনুকূলে মাস্ক ও হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা বলেন, সরকার অচিরেই স্কুল কলেজ খোলা পরিকল্পনা হাতে নিয়েছে, সরকারি আদেশ আসামাত্রই যথাযথ স্বাস্হ্যবিধি মেনে স্কুল-কলেজে শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্য বিধি মেনে স্কুল কলেজের সকল কার্যক্রম পরিচালনা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।