আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে স্কাউটস ইউনিট লিডারদের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ৯ সেপ্টেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ স্কাউটস মধুপুর উপজেলার আয়োজনে উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা স্কাউটস কমিশনার আবুবকর সিদ্দিক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, স্কাউট মধুপুর শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ।উক্ত সমন্বয় সভায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদরাসার প্রায় ১৫০ জন ইউনিট লিডার অংশ গ্রহণ করেন। স্কুল চলাকালীন সময়ে করোনার মহামারি হতে সুরক্ষার জন্য সরকারী সকল নির্দেশনা বাস্তবায়ন সহ বাংলাদেশ স্কাউটস এর বিভিন্ন নির্দেশনা বাস্তবায়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।