এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
৯ সেপ্টেম্বর ২০২১ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার অনদিগ্রামের সাকিনে অনদিরাহা
এর পরিত্যক্ত দোকান ঘরের ভিতরে চিংড়ি মাছে ইনঞ্জেকশন পুশিং অবস্থায় হাতে নাতে ৩ জনকে আটক করেন মোল্লাহাট থানার পুলিশ সদস্যরা আটককৃতরা হলেন, (১) আবুজার হোসেন (২৫), (২) আবু জাফর (২৩), উাভয় পিতা-এবিএম জয়নুল আবেদীন, (৩) শামিম মোল্লা (১৯), পিতা-দুলাল মোল্লা, সর্ব সাং-নতুন ঘোষগাতী, থানা-মোল্লাহাট, জেলা-বাগেরহাট।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মোল্লাহাট উপজেলার আন্দিগ্রাম সাকিনে অনদিরাহা এর পরিত্যক্ত দোকান ঘরের মধ্যে কয়েকজন ব্যক্তি চিংড়ি মাছে ইনঞ্জেকশন দিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জকে অবহিত করলে সংগীয় ফোর্স
এসআই সোহেল আল-মামুন, এবং এ,এসআই/আব্দুল কুদ্দুস সহ মোল্লাহাট থানাধীন আন্দিগ্রাম সাকিনে অনদিরাহা এর পরিত্যাক্ত দোকান ঘরে অভিযান পরিচালনা করিয়া চিংড়ি মাছ পুশিং অবস্থায় ৩২ (বত্রিশ) কেজি চিংড়ি মাছসহ ৩ জন আসামীকে আটক করেন। বিষয়টি বিবেচনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট এর মাধ্যমে আসামীদেরকে ৪৫,(পয়তাল্লিশ) হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।