কলিকাতা প্রতিনিধিঃ
ভূস্বর্গ কাশ্মীর, ভারতবর্ষের মুটুটের পালক এই অঞ্চলট। এই অঞ্চলের বিখ্যাত ফল চাষ নিয়ে আমার খুব সংক্ষিপ্ত আলোচনা।
আপেল, কাশ্মীরের স্থানীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ অঙ্গ। জম্মু ও কাশ্মীরের যে ১৬৪,৭৪২ হেক্টর জমিতে আপেল চাষ হয় তার থেকে ২০১৮-১৯-এ পাওয়া গেছিল ১.৮ মিলিয়ন (১৮,৮২,৩১৯) মেট্রিক টন আপেল (কাশ্মীরের উদ্যানবিদ্যা পরিচালন বিভাগের দেওয়া তথ্য )। জম্মু ও কাশ্মীর সরকারের উদ্যানবিদ্যা বিভাগের হিসাব অনুসারে (আপেল বাগিচা সহ) বাগিচা শিল্পের উপর নির্ভরশীল সেখানকার ৩.৩ মিলিয়ন মানুষের জীবিকা এবং বিভাগের পরিচালক, এইজাজ আহমেদ ভাটের মতে এই শিল্পের অর্থ মূল্য ৮,০০০-১০,০০০ কোটি টাকা।
একটা তথ্য অনেকেই আমরা জানতাম না এই কাশ্মীরের আপেল বাগান পরিচর্যা করতে আমাদের এই পশ্চিমবঙ্গ থেকে প্রচুর শ্রমিক যান এই সময় কাশ্মীর।
ভূস্বর্গ কাশ্মীর বছরের প্রতি ঋতুতে রূপ পরিবর্তন করে। সেপ্টেম্বর অক্টোবর লাল আপেলে নিজের সৌন্দর্য বৃদ্ধি করে কাশ্মীর, এপ্রিলে শুরুতেই সেজে ওঠে টিউলিপে, এছাড়া বছরের বেশ কিছুটা সাদা বরফের আস্তারণে নিজেকে সাজিয়ে রাখে ভারতের এই অংশ। সাথে থাকল ২০১৫ সালের অক্টোবর মাসে আমার তোলা কিছু ফল সহ আপেল গাছের ছবি।