এস এম খলিলুর রহমান,খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
৯ সেপ্টেম্বর ২০২১ বৃহস্পতিবার দুপুরে একটি সংঘবদ্ধ মোটর সাইকেল চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃতদের তথ্যমতে চোরাইকৃত ১১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, যশোর জেলার কেশবপুর থানার একটি মোটর সাইকেল চুরি মামলার তদন্তে করতে গিয়ে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সন্ধান পায় গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
পরবর্তীতে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তথ্যমতে যশোর, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর সিন্ডিকেটের ১০ জন সদস্যকে আটক করে গোয়েন্দা শাখা। এ সময় চোর চক্রের কাছ থেকে ১১ টি মোটর সাইকেল, ৩টি মাস্টার চাবি, ৩টি কুরিয়ার রশিদ ও ২ (লাখ) ২৫ (হাজার) নগদ টাকা জব্দ করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার পারকোরপা গ্রামের মতি মোল্লার পুত্র নুর ইসলাম (৩০), বর্তমানে যশোরের বালিয়াডাঙ্গা মাঠপাড়া এলাকার বাসিন্দা, যশোরের চাঁদপুর রোডের সুলতান পুরের হামিদ সাহেবের বাড়ির ভাড়াটিয়া নড়াইলের লোহাগড়া উপজেলার নল্দী গ্রামের গোলাম মোস্তফা শেখের পুত্র আলামিন শেখ (২৮), যশোর উপশহরের ৭ নং সেক্টরের আঃ রহমানের বাড়ির ভাড়াটিয়া খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা গ্রামের মৃত- জাকির হোসেনের পুত্র আক্তার হোসেন (৩৯), যশোর বেজপাড়ার বাসিন্দা সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের আকসেদ গাজীর ছেলে ফারুক গাজী (৩৬), যশোরের নরেন্দ্রপুরের মোহাম্মদ আলীর পুত্ কবীর ওরফে নূর ইসলাম (৪০), মাগুরা সদর উপজেলার পার নান্দুয়ালী মোল্লাপাড়া গ্রামের এনামুল হকের পুত্র চঞ্চল (৩১), আসলাম মোল্যার পুত্র রশিদুল (৩২), মুন্সি মাহমুদুল হকের পুত্র মুজিবুল হক (৩৩), কেশবপুর উপজেলার কাজীর বেড় গ্রামের আব্দুস সাত্তারের পুত্র মাধু (৩২), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার সর্পব্যতেঙ্গা গ্রামের জোমারত মল্লিকের পুত্র সালাম মল্লিক (৩৬)। গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
যশোরের পুলিশ সুপারের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন ও অপরাধ), অতিরিক্ত পুলিশ সুপার, ক’ সার্কেলগণের সার্বিক তত্ত্বাবধানে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের (ওসি) রুপন কুমার সরকার পিপিএম এর নেতৃত্বে কেশবপুর থানার মামলা নং-০১(০৩)২১, ধারা-৩৭৯ পেনাল কোড মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম হোসেন, এসআই ইদ্রিসুর রহমান, এসআই শাহীনূর রহমানের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী মডেল থানা এলাকায় এবং মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা মোটরসাইকেল সিন্ডিকেট চোর চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ১১ টা চোরাই মোটরসাইকেল, ৩ টা মাস্টার চাবী, চোরাই মোটরসাইকেল বিক্রয় নগদ ২ (লাখ) ২৫ (হাজার) টাকাসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা নং-৩৩, ৯/৯/২১ খ্রিঃ, ধারা-৩৭৯/৪১১/৪১৩/৩৪ দায়ের হয়েছে। এ ঘটনায় চোর চক্রের নিকট হতে ঝিকরগাছা থানার মামলা নং-৫/৯/২১, ধারা-৩৭৯ পেনাল কোড মামলার আলামত উদ্ধারসহ মামলার ঘটনা উদঘাটিত হয়েছে।
গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ আরোও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা যশোর জেলাসহ আশেপাশে জেলা সমূহে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে কুরিয়ারের মাধ্যমে ও সরাসরি ক্রয়-বিক্রয় করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে তিনি জানিয়েছেন।