নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ও মাননীয় প্রধানমন্ত্রীর দেশের উন্নয়ন মুলক কাজের গান নিয়ে অডিও ভিডিও কাজে ব্যস্ত অাছেন। বঙ্গবন্ধুর একজন প্রিয় বন্ধু যার অন্ততের মাঝে অাছে। বঙ্গবন্ধুর ইতিহাসিক অনেক গান ও মাননীয় প্রধানমন্ত্রীর দেশের কাজের উন্নয়ন মুলক শত শত গান। করোনা মহামারিতে জিবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর ও মাননীয় প্রধানমন্ত্রীর গানের কাজ চালিয়ে যাচ্ছেন গীতিকার শিল্পী এস আর জববার। গীতিকার শিল্পী এস আর জববার ১৯৮৬ সালে শেরপুর জেলা ঝিনাই গাতী উপজেলার এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতার নাম মরহুম মোঃঅাব্দুল
কাদির গ্রামঃ হলদি বাটা চৌরাস্তা। ইউনিয়ন গৌরিপুর ২০০৭ সালে পরিবারের দারিদ্রতার কারণে তার ঢাকা চলে অাসতে হয়। জিবন জীবিকা তাগিদে গাজীপুরে এক সোয়েটার কোম্পানিতে। চাকরি করেন অবসর সময়ে গাজীপুর ওস্তাদ খায়রুল বাসার নিকট সংগীত শিখেন। দীর্ঘ দুই বছর ওস্তাদ খায়রুল বাসার নিকট সংগীত শিখার পর। অাজ তিনি একজন গবেশক লেখক গীতিকার সরুকার শিল্পী। ছোট বেলায় থেকে গীতিকার শিল্পী এস আর জববার বঙ্গবন্ধুর প্রতি ছিল তার ভালো বাসা । অাজ তিনি বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ গবেষণা করে অনেক ইতিহাসিক রচঁনা লিখেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে বিশেষ গবেষণা করে অনেক রচঁনা লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর দেশের জন্য অনেক উন্নয়ন মুলক কাজ করেছেন সেই কাজ গুলা। গীতিকার শিল্পী এস আর জববার গানে গানে তুলে ধরেছেন তার লেখা গাওয়া গান গুলা হলো ১ অামার বন্ধু তোমার বন্ধু বঙ্গবন্ধু ২ অাল্লা মেহের বান অাল্লা মেহের বান ৩ বাংলাদেশে জেই জেলা ঘুরতে অামরা যায় সু্ন্দর সুন্দর রাস্তা ব্রীজ দেখতে পাই। অারো অনেক গানের অডিও ভিডিও কাজ চলছে কিছু দিনের মধ্যে রিলিজ হবে অাশা করি। গীতিকার শিল্পী এস আর জববারের অাশা বঙ্গবন্ধুর ও মাননীয় প্রধানমন্ত্রীর দেশাত্ব বোদক গান লেখা গেয়ে বাংলাদেশের বিশ্বের রেকর্ড করবেন। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীকে করোনা যাওয়া পরে গীতিকার শিল্পী এস আর জববার তার লেখা গাওয়া একটা এলবাম উপহার দিবেন অাশা করি। মাননীয় প্রধানমন্ত্রীকে বঙ্গবন্ধুর গান শোনাতে চাই গীতিকার শিল্পী এস আর জববার তার গান গুলা শোনে মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই খুশি হবেন।
সেই সাথে গীতিকার শিল্পীর এস জববারের বঙ্গবন্ধুর ও মাননীয় প্রধানমন্ত্রীর দেশের উন্নয়ন মুলক কাজের গান শোনতে ইউটিউব থেকে subcibe korun করুন sr jobbar1 লিখে চোখ রাখুন টিভি পদায় মোবাইল নাম্বার ০১৭৭৩১৯০৭১৭