রুপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জ, রুপগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলার পিতার আজ ১ম মৃত্যু বাষির্কী পালন করা হয়। ভাইস চেয়ারম্যান এর পিতা ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিম উদ্দিন । তিনি দেশের জন্য যুদ্ধো করেছেন এবং তাহার সহধর্মীনি কে ও যুদ্ধে অংশ গ্রহন করিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি টানা ৩০ বছর দেশ ও সমাজের উন্নয়নের জন্য ইউপি সদস্য ছিলেন। তিনি মৃত্যু কালে ২ছেলে ৪ মেয়ে রেখে মৃত্যু বরন করেন। বড় ছেলে সৈয়দ সিরাজুল ইসলাম (চেয়ারম্যান, রাজ ভ্যালি সিটি)
ছোট ছেলে সৈদয় রফিকুল ইসলাম বকুল(লন্ডন প্রবাসী সিটিজেন)
বড় মেয়ে সৈয়দা ফেরদৌসী আলম নীলা( ভাইস চেয়ারম্যান রুপগঞ্জ উপজেলা পরিষদ)
মেজো মেয়ে সৈয়দা হালিমা পারভিন( শিক্ষা অফিসার আড়াই হাজার উপজেলা)
সেজো মেয়ে মৃত সৈয়দা সুলতানা পারভিন
ছোট মেয়ে সৈয়দা মুনা ইসলাম ( নার্গিস)। মসজিদে শোকাহত পরিবার এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আজিমউদ্দিন এর জন্য দোয়া ও মাগফেরাত কামনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধা পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সহ জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ের সকল মুক্তিযুদ্ধাগণ এছাড়াও সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মরহুমের বড় মেয়ে ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা বলেন… আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা তিনি দেশের জন্য যুদ্ধো করেছেন। আমাদের দিয়েছেন স্বাধীন বাংলাদেশ। আমার বাবা আমাদের অহংকার, আমাদের গর্ব। একজন মুক্তি যোদ্ধার সন্তান আমরা। আমরা ও দেশ ও সমাজের জন্য কাজ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আল্লাহ পাক যেন আমার বাবা কে জান্নাতুল ফেরদৌস নছিব করেন তার জন্য দোয়া করবেন।
সকলের জন্য প্রীতি ভোজের আয়োজন করেন।