এস.এম দুর্জয়ঃ
মাদককে না বলি”খেলাধুলাকে হ্যা বলি ” স্লোগানকে সামনে রেখে,গাজীপুরের শ্রীপুর উপজেলার শিমুলতলা উত্তর পেলাইদ যুব সম্প্রদায়ের উদ্যোগে সুপার-লীগ ফুটবল(S .F. L)সিজন-২ এর ফাইনাল খেলা ২০২১ইং অনুষ্ঠিত হয়েছে।১০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টায় তেলিহাটি ইউনিয়নের উত্তর পেলাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।শ্রীপুর এস.আর অফিসের সরকারি সনদপ্রাপ্ত দলিল লেখক মোঃ কাজল মোক্তারের সভাপতিত্বে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও কাওরাইদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শারফুল ইসলাম।ফুটবল ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ মনিরুজ্জামান মানিক,এসময় আরো উপস্থিত ছিলেল কাওরাইদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক,তাজউদ্দীন আহমেদ,মোঃ জালাল আহমেদ ঢালী,সভাপতি ১৪ নং উত্তর পেলাইদ সরকারি প্রথমিক বিদ্যালয়।বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আসাদুজ্জামান মাসুদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।উক্ত ফুটবল ফাইনাল খেলাপরিচালনা করেন ডাঃ আলী নেওয়াজ বাবলু,মোঃ নাঈম হাসান ও মোস্তাফিজুর রহমান। সার্বিক সহযোগিতা করেন শিমুলতলা সমাজ কল্যাণ আনন্দ সংঘ এবং শিমুলতলা ছাত্র ঐক্য সংঘ ও এলাকার যুব সম্প্রদায়।উক্ত ফুটবল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বন্ধু ফুটবল একাদশ বনাম হিমেল ফুটবল একাদশ।উক্ত ফাইনাল খেলায় বন্ধু ফুটবল একাদশকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে হিমেল ফুটবল একাদশ বিজয়ী হয়েছে।পরে বিজয়ী হিমেল ফুটবল একাদশ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোঃ শারফুল ইসলাম। পুরুস্কার বিতরণ শেষে তিনি বলেন, খেলাধুলা হলো একটি বিনোদনের অংশ।বিনোদন মানুষকে মাদক,সহিংসতা ও সকল প্রকার অনৈতিক কাজ থেকে বিরত রাখে।সুস্থ সমাজ গঠনে সবাইকে খেলাধুলা সহ উন্নয়ন মুলুক কাজ করার উৎসাহ দেন।এতো সুন্দর একটি ফুটবল ফাইনাল খেলা উপভোগ করায় শিমুলতলা উত্তর পেলাইদ যুব সম্প্রদায়কে অভিনন্দন।