সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আহলে বায়তে রাসূল (স:) ও ইমাম আ’লা হয়রত (র:) স্বরণে হুব্বে মোস্তফা (দ:) সুন্নি কনফারেন্স ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।গত ১০ সেপ্টেম্বর শুক্রবার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কনফারেন্স প্রধান মেহমান ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর মহাসচিব পীরে
ত্বরিকত আল্লামা আবুল কাশেম নুরী (মাঃজিঃআঃ)। সংবধিত অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ আইয়ুব বাবুল, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা,চন্দনাইশ পৌরসভার কাউন্সিলর শাহেদুল ইসলাম শাহেদ। পটিয়া উপজেলা আহলে
সুন্নাত ওয়াল জামাআত আহবায়ক শাহজাদা আলহাজ্ব সৈয়দ মাওলানা কুতুব উদ্দিন শাহনূরী সভাপতিত্বে ও আয়ুব তাহেরী ও এইচ এম মহিউদ্দিন নুরী’র যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আজিজুর রহমান আজিজ, মো: আবুল
হাশেম, মাওলানা এয়াকুব আলী ফারুকী, আলহাজ্ব জহির আহমদ সও:, মিয়া মুহাম্মদ জুনায়েদ, তারেক আজিজ, আবু হানিফ রিপন প্রমুখ।সভা শেষে সর্বসম্মতিক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাআত পটিয়া উপজেলার পূর্ব পরিষদের হাফেজ মুফতি আল্লামা আমিন মুজ্জাদ্দেদীকে সভাপতি ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ কুতুব উদ্দিন শাহনূরীকে সাধারন সম্পাদক। দক্ষিণ জেলা যুব পরিষদের আয়ুব তাহেরীকে সভাপতি ও এইচ এম মহিউদ্দিন নুরীকে সাধারন সম্পাদক। আহলে সুন্নাত যুব পরিষদ পটিয়া উপজেলার পূর্ব পরিষদে কাজী মো: জিল্লুর রহমানকে সভাপতি ও শাহদাত হোসেনকে সাধারন সম্পাদক। উপজেলা ছাত্র পরিষদে
ইরফান রেজাকে সভাপতি ও আরিফ আহমদকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।