রিপোর্ট : ইমাম বিমান:
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাধীন বাগড়ি বাঁশতলা এলাকার ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পবিরহন নামের ভান্ডারীয়া অভিমুখি যাত্রীবাহী বাস থেকে তিন কেজি গাঁজা উদ্ধার সহ একজনকে আটক করে রাজাপুর থানা পুলিশ।
এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পাথরঘাটাগামী জেবি পরিবহনে মাসুম ফেনী থেকে গাঁজা নিয়ে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি দল গত ৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাগড়ি বাঁশতলা এলাকার ইউশা ফিলিং স্টেশনের সামনে জেবি পবিরহন নামের ভান্ডারীয়া অভিমুখি যাত্রীবাহী বাস থামিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় পূর্ব সংবাদের ভিত্তিতে যাত্রীবাহি বাসে থাকা মাসুমকে আটক করা হলে তার কাছ থেকে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে।
গ্ৰেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মাসুম জোমাদ্দার (৩৫) রাজাপুর উপজেলার কানুদাসকাঠি এলাকার মৃত ইয়াকুব আলী জমাদ্দরের ছেলে। এই ঘটনায় রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান।