

স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদ:
আমাদের গর্ব, আমাদের অহংকার মাননীয় এলজিআরডি মন্ত্রী জনাব মো. তাজুল ইসলাম মহোদয়ের আন্তরিকতায় বিপুলাসার ইউনিয়নের ছোট কাঁচি গ্রামের রাস্তাটি মাটির রাস্তা থেকে পাকা করনের জন্য পরিমাপ করা হয়েছে।
এই রাস্তাটি পাকাকরণ করা হলে এই এলাকার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।
যেমন রাস্তা টি দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাফেরা করতো কিন্তু রাস্তাটি দীর্ঘদিন থেকে কাঁদা মাটি থাকার কারণে মানুষ চলাফেরা করতে পারে না,
কারন কোন গাড়ি চলাচল করতে পারেনা এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা বহুদূর ঘুরে অনেক কষ্ট করে স্কুল মাদ্রাসায় যাতায়াত করতে হয়। বর্তমানে রাস্তাটি পাকাকরণ করা হলে ঠিক আগের মতো প্রতিদিন শত শত মানুষ চলাচল করবে, শিক্ষার্থীরা খুব সহজে চলাফেরা করতে পারবে এবং গাড়িও চলাচল করবে।
রাস্তাটি পাকাকরণের কাজ সম্পন্ন হলে বিপুলাসার ইউনিয়নের বড় কাঁচি ও ছোট কাঁচি গ্রামের মানুষ খুব সহজে যাতায়াত করতে পারবে। রাস্তাটি পাকাকরণের জন্য পরিমাপ করায় মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং প্রান খুলে দোয়া করছে স্থানীয় এলাকাবাসী।