
মোঃ তরিকুল ইসলাম,মাগুরা প্রতিনিধি:
মাগুরায় বাস উল্টে ঘটনাস্থলে চারজন মারা গেছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এছাড়া আহত হয়েছে শিশুসহ ১০ জন। তাদেরকে মাগুরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে মাগুরা-যশোর মহাসড়কের রামকান্তপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বাসের মধ্যে আটকে থাকা চারজনের লাশ উদ্ধার করার সত্যতা নিশ্চিত করেছে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্যরা।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মাহাবুব জানান, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ নামের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় নিহতদের একজন হচ্ছেন বাসের হেলপার মামুন মিয়া (২০)। তার বাড়ি শ্রীপুর উপজেলার লাঙ্গলবাদ গ্রামে। নিহত নারী শালিখা উপজেলার দিঘলগ্রামের বারি মিয়ার স্ত্রী সহিরন নেছা (৫০) ও শতখালী গ্রামের হারুন মিয়ার স্ত্রী নাজমা খাতুন (৩২)। এছাড়া নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।

Reporter Name 

















