

সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরী (৭০) আর নেই। আজ ১৩ সেপ্টেম্বর সোমবার ভোর সাড়ে ৩টার দিকে রাজধানীর মগবাজারে নিজ বাসায় মারা যান তিনি।জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মাসুদা এম রশিদ চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দেশে বিদেশে চিকিৎসা নিচ্ছিলেন। সর্বশেষ রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে ভর্তি ছিলেন। সঙ্কটাপন্ন অবস্থায় ভোররাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।প্রফেসর মাসুদা রশীদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পাটি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, জাতীয় পাটি প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব চট্টগ্রাম সিটি করপোরেশন সাবেক মেয়র আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, আলহাজ্ব সোলাইমান আলম শেঠ,জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আহবায়ক সাবেক পটিয়া পৌর মেয়র শামসুল আলম মাষ্টার, দৈনিক জনতা পাঠক ফোরাম সভাপতি সভাপতি সাবেক কমিশনের নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, দৈনিক জনতা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব অর্থ সম্পাদক সেলিম চৌধুরীসহ বিভিন্ন সংগঠন পৃথক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।