স্টাফ রিপোর্টার : মোঃ ইকবাল মোরশেদ:
রোজ সোমবার, ১৩ সেপ্টেম্বরে কুমিল্লার জেলার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।
প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগমের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে উক্ত বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য রিপন সিংহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কতৃপক্ষের অনুমতি বিহীন গত ৯ ও ১০ সেপ্টেম্বর ২০২১ইং বিদ্যালয়ের ৩০ বছরের জমাকৃত ব্যবহার্য অব্যবহার্য আসবাবপত্র, পুরাতন রড,অ্যাংগেল, পুরাতন ভবনের দরজা, জানালা সহ ৩/৪ টন লোহার সামগ্রী, ৫০/৬০ মণ পুরাতন বই / নতুন বই,খাতা,কাগজপত্র সহ বিদ্যালয়ের বিনোদনের জন্য স্লিপার / দোলনা নির্মাণের জন্য ক্রয় করা ইট,বালু,কংক্রিট সামগ্রী গোপনে বিক্রি করে দেন।
যাহার আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। তিনি বিদ্যালয়ের ৭জন শিক্ষক এডহক কমিটির সভাপতি সহকারী শিক্ষা অফিসার ইব্রাহিম খলিল ও এডহক সদস্যকে না জানিয়ে একক সিদ্ধান্তে বিক্রিত অর্থ আত্মসাৎ করেন। প্রধান শিক্ষক গত ১লা এপ্রিল ২০১৯ যোগদানের পর থেকে যাবতীয় সকল কাজ যেমন ক্ষুদ্র মেরামত সরকারি বরাদ্দের কাজ বিদ্যালয় পরিচালনা কমিটিকে না জানিয়ে নিজেই করে থাকেন।
এসব ব্যাপারে শিক্ষক বা কমিটির কেউ কিছু জিজ্ঞেস করলে তাকে নাজেহাল হতে হয় ওই প্রধান শিক্ষকের নিকট। তিনি নিজের মতো করে লাভের জন্য যাবতীয় কর্ম করে আর্থিক ভাবে লাভবান হওয়ার চেষ্টায় লিপ্ত আছেন সব সময়।
অভিযোগ সূত্রে আরও জানা যায় প্রধান শিক্ষক সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন না।
এছাড়া তিনি সভাপতির স্বাক্ষর জাল করে রেজুলেশন উপজেলায় প্রেরণ করেন।
প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম অর্থ আত্মসাৎ জাল জালিয়াতি সরজমিনে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন অভিযোগ কারী।
অভিযুক্ত প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বলেন সহকারী শিক্ষা অফিসার ও এডহক কমিটির সভাপতি ইব্রাহিম খলিলের মৌখিক পরামর্শে আমি পুরাতন সামগ্রী বিক্রি করেছি।
সহকারী শিক্ষা অফিসার ইব্রাহিম খলিল বলেন পুরাতন সামগ্রী বিক্রির ব্যাপারে আমি কোন সিদ্ধান্ত দেইনি প্রধান শিক্ষক নিজেই এসব করেছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম বলেন আমি এই ব্যাপারে কিছুই জানিনা।
অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।