মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;
দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১টায় পৌর শহরের মাছ বাজার চত্বরে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধ কল্পে পৌর বিট পুলিশিং এর আয়োজনে এই সচেতনতা মুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস জব্বার মাসুদ। এতে এসআই আরিফুজ্জামান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক ওসি তদন্ত শফিকুল ইসলাম। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন এসআই সাগর, এসআই আলামিন, এএসআই সিরাজুল ইসলাম প্রমুখ। আয়োজিত সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন বন্ধ করতে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে সকলের প্রতি আহব্বান জানান। এসময় ব্যাবসায়ী, সুধিজন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।