মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ


মোঃ ফরহাদ মিয়া,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১’শ ৭০ পাউন্ড অবৈধ কারেন্ট জাল ও মনোফিলামেন্ট সুতা ৮’শ পাউন্ড ও ২৪’শ রিলসহ উদ্ধার করে। আসামী জাহাঙ্গীর হোসেনসহ গ্রেপ্তার করে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ।
গত রোববার পঞ্চসার ইউনিয়নের মালিরপাথর এলাকায় দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত মালিরপাথর এলাকার একটি কারেন্ট জাল তৈরীর কারখানা থেকে অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান ও ডিবি পুলিশের সদস্যরা। মুন্সীগঞ্জ ডিবি পুলিশ অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ( পিপিএম) বলেন, আসামী জাহাঙ্গীর হোসেনকে মৎস্য সংরক্ষণ আইনে সদর থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category