

মাহাবুব আলম নিজস্ব প্রতিবেদক।।
কুষ্টিয়ার ছেলে ব্যারিস্টার জুবায়ের আকতার ওহীর সাথে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এর ছোট কন্যা অনামিকা ইসলাম প্রিয়মের বিয়ে সম্পন্ন হয়।(১১ সেপ্টেম্বর শনিবার ) ঢাকায় সেনামালঞ্চ কনভেনশন সেন্টারে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জুবায়ের আকতার ওহী কুষ্টিয়া কোর্ট পাড়ায় জন্মগ্রহণ করেন । তিনি সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট এবং জামান আকতার বুলবুলের পুত্র তাঁর পিতা মরহুম এম আলাউদ্দিন ছিলেন দৌলতপুর থানার রেফাইতপুর হাইস্কুলের প্রতিষ্ঠাতা এবং ঐতিহ্যবাহী কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক । ব্যারিস্টার ওহীর মাতামহ মরহুম নকীব উদ্দিন আহমেদ প্রথিতযশা আইনজীবি এবং কুষ্টিয়া আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের খন্ডকালীন শিক্ষক ছিলেন।
ছাত্র জীবনে সেন্ট জোসেফ স্কুল ও কলেজের লেখা-পড়া শেষে যুক্তরাজ্যের ইউনিভারসিটি অফ লন্ডন থেকে এল.এল.বি অনার্স ডিগ্রী লাভ করেন ওহী । পরে যুক্তরাজ্যের ওয়েলস এ অবস্থিত ইউনিভার্সিটি অফ সাউথ ওয়েলস থেকে এল.এল.এম ডিগ্রী লাভ করেন । পরবর্তীতে যুক্তরাজ্যের কার্ডিফ ইউনিভারসিটিতে বার প্রফেশনাল ডিগ্রী অর্জন করে লন্ডনে অবস্থিত লিংকন ইনস এর সদস্য পদ লাভ করেন। ২০১৯ সালে লন্ডন থেকে বাংলাদেশে আসেন ।
প্রিয়ম বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে অনার্স এবং ডেভেলপমেন্ট স্টাডিস থেকে মাস্টার্স পাস করেন। তিনি বর্তমানে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ ওয়াল্টন-এ এসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এইচ আর হিসেবে কর্মরত ।
উক্ত বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।