এস এম খলিলুর রহমান, খুলনা বিভাগীয় ব্যুরোচীফঃ
১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার বিকেল আনুমানিক ৪ টা ৩০ মিনিটের দিকে যশোরের চৌগাছা থানাধীন মাশিলা সাকিনস্থ জৈনিকা বেগমের বসত বাড়ির উত্তর পাশে মাশিলা বাজার টু কংশারীপুর গামী পাকা রাস্তার উপর হইতে রাসেল হোসেন (২১), নামে একজন যুবককে আটক করেন, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সদস্যরা। আটককৃত রাসেল হোসেনের নিকট থেকে ১ কেজি ৫০০ গ্রাম
গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী চৌগাছা উপজেলার মাশিলা গ্রামের খোকা জাহাঙ্গীরের পুত্র বলে জানা গেছে।
গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার, আমাদের এ প্রতিনিধিকে জানিয়েছেন, আজ সোমবার বিকেলে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি চৌগাছা উপজেলার সাকিনস্থ জৈনিকা বেগমের বসতবাড়ির উত্তর পাশে মাশিলা বাজার টু কংশারীপুর পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদক নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই আরিফুল ইসলাম, এসআই রইচ আহমেদ, এএসআই নির্মল কুমার ঘোষের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম চৌগাছা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া বিকেল ৪ টা ৩০ মিনিটের দিকে তাকে মাদক দ্রব্যসহ হাতেনাতে আটক করেন। এবং তার নিকট থেকে একটি ব্যাগ তল্লাশি করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত চিহ্নিত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছে। সে ওই এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের সূত্রে আরোও জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একাধিক মাদক দ্রব্যের মামলা আছে, তার বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে বলে জানা যায়।