
সেলিম চৌধুরী নিজস্ব সংবাদদাতাঃ-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম (খ-সার্কেল, পটিয়া) এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা প্রায় ০৭ঃ১৫ ঘটিকায় পটিয়া থানাধীন পটিয়া বাইপাস সংলগ্ন দক্ষিণঘাটা চৌধুরী টেক এলাকায় ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা সহ মোঃ এরশাদ (২৫) কে গ্রেপ্তার করেছে। সে পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের ৯ ওয়ার্ডে দক্ষিণ বরিয়া মৃত মুন্সেফ আলীর পুএ। সুএে জানাযায় দীর্ঘদিন যাবত এরশাদ ইয়াবা ব্যাবসা করে আসছিল। ১৩ সেপ্টেম্বর সন্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এরশাদ কে দুইশত ৫০ পিস ইয়াবা সহ হাতে নাতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Reporter Name 

















