

মোঃখোরশেদ আলম বিশেষ সংবাদদাতাঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুণরেকত্রীকরণ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, কুমিল্লা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী মহাপরিচালক দেবব্রত ঘোষ।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কুমিল্লা জেলা কো-অর্ডিনেটর আবদুর রহিমের পরিচালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোকাদ্দেস আলী, কৃষি অফিসার নাসির উদ্দিন, সমাজসেবা অফিসার নাসির উদ্দিন, শিক্ষা অফিসার সাকিনা বেগম, প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবীদ মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মেজবাহ উদ্দিন, সমবায় কর্মকর্তা শাহিনুর ভূঁইয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথী রানী চক্রবর্তী, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ, উপজেলা ফোরাম কমিটির সভাপতি আরশ মজুমদার, চৌদ্দগ্রাম মাইগ্রেশন ফোরাম সভাপতি ইউসুফ হোসাইন সুমন, সাধারণ সম্পাদক এম এ নোমান, মসজিদের ইমাম মেহেদী হাসান চৌধুরী, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এফও আলা উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিবৃন্দ।